ফারুকী হত্যার বিচার বিলম্বে সরকারের নিরবতা রহস্যজনক -কর্ণফুলীর মানববন্ধনে বক্তারা
শফিউল করিম, কর্ণফুলী

আজ (২৭শে আগস্ট) বাদে জুমা মইজ্যারটেক চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কর্ণফুলী-উপজেলার আয়োজনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সাবেক প্রেসিডিয়াম সদস্য, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব শহীদ নুরুল ইসলাম ফারুকী (র.)’র ৭ম শাহাদাত বার্ষিকীতে হত্যাকারীদের বিচারের দাবীতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ছাত্রনেতা শফিউল করিমের সঞ্চালনায় সংগঠনের সভাপতি ছাত্রনেতা জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক জননেতা মাওলানা মুছা। উদ্বোধক এর বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী উত্তর উত্তর যুবসেনার সভাপতি যুবনেতা হাবিবুল মোস্তফা সিদ্দিকী, প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী উত্তর ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ নাঈম উদ্দীন, বিশেষ বক্তার বক্তব্য রাখেন নগর উত্তর ছাত্রসেনার প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মারুফ রেযা।
এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের দপ্তর সম্পাদক জননেতা মাস্টার মজিবুল হক, উপজেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক যুবনেতা এম এ করিম, উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি ছাত্রনেতা আরাফাত হোসেন, মাওলানা মনিরুজ্জামান রেজভী, এবিএস সিরাজুল ইসলাম, আবদুল হালিম ইশা, জয়নাল আবেদীন।
মানববন্ধনে বক্তারা বলেন, শান্তিপ্রিয়, সুফিবাদী ও জননন্দিত একজন মিডিয়া ব্যক্তির হত্যাকান্ডের দীর্ঘ ০৭ বছর অতিক্রান্ত হওয়ার পরও হত্যাকারীদের বিচারকার্য বিলম্বে সরকারের নিরবতা জনগণের কাছে রহস্যজনক।
এতে আরো উপস্থিত ছিলেন, মাওলানা আবু সাদেক রেজভী, যুবনেতা কুতুব উদ্দীন, ছাত্রনেতা মিজানুর রহমান, মুহাম্মদ হাসান, মুহাম্মদ ছৈয়দ, দেলোয়ার হোসেন মুন্না, শহীদুল ইসলাম, নাঈম উদ্দীন, নিজাম উদ্দীন, তৌফিক আরাফাত, ইয়ার মুহাম্মদ মিজান, সাইফুর রহমান আরিফ প্রমুখ।
পরিশেষে মইজ্যারটেক চত্বর হয়ে তৈয়ব শাহ (রহ.) গ্যাস পাম্প প্রদক্ষিণ করে পুণরায় চত্বরে এসে সভাপতির সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষনা করা হয়।