ফিলিস্তিনসহ বিশ্বের সর্বত্র মুসলিম নিধন বন্ধ করুন -ছাত্রসেনা জালালাবাদ থানা

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলিদের হামলার প্রতিবাদে দেশব্যাপী জেলায়-উপজেলায় কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনেও মানববন্ধন পালনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রসেনা। তার অংশ হিসেবে গতকাল ১৪’মে পবিত্র ঈদুল ফিতর এর দিন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সিলেট জালালাবাদ থানা শাখা কর্তৃক থানাধীন তেমুখি পয়েন্টে মানববন্ধন পালিত হয়।
হুসাইন আহমদ রণি’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জালালাবাদ থানা শাখার সভাপতি ছাত্রনেতা আলী জাবের, ছাত্রনেতা জামিল করিম ও ছাত্রনেতা মাহমুদ সাদি নিয়াজ।
এতে বক্তারা তাদের বক্তব্যে বেশ কয়েকটি দাবি জানান-
১. ফিলিস্তিনি মজলুম ভাইদের পক্ষে সংহতি জানিয়ে পৃথিবীর সকল দেশ বিবৃতি প্রদান করুক; এটি সকলের নৈতিক দায়িত্ব।
২. দাঙ্গাবাজ ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বয়কট করতে হবে। যাদের ভিত্তিই রচিত হয়েছে সন্ত্রাসবাদের দ্বারা,তারা বিশ্বের মানচিত্রে থাকার অধিকার রাখে না।
৩. দেশে দেশে,জায়গায় জায়গায় মুসলিম জনমত গড়ে তুলতে হব। তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, সিরিয়া, জর্ডান,আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান, বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের সমন্বয়ে আলাদা এক জাতিসংঘ প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে মুসলিম নেতৃবৃন্দকে।মুসলিমদের আলাদা সেনাবাহিনী গঠন করতে হবে।
৪. মানবতা-মানবতা বলে দিন-রাত যারা বুলি আওড়ায়,তাদেরই যারা ফিলিস্তিন ইস্যুতে নিস্তব্ধ থাকে,তাদেরকে চিনে রাখুন। আবার, যারা নিজেদের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে,যখন মুসলমানদের বিপদ নেমে আসে তখন চুপ থাকে, এদেরকেও চিনে রাখুন ভালো করে।
৫. ইসলামের কল্যাণকামী,পৃথিবীর সকল মুসলিমরা ঐক্যবদ্ধ হোন। আহলে সুন্নাত ওয়াল জাম‘আত, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা অনেক কর্মসূচি পালন করছে। তাঁদের নির্দেশিত কর্মসূচিতে অংশগ্রহণ করুন ঈমানের দাবিতে মুক্তির সারিতে। মুসলিম ভাইদের পাশে দাঁড়ান সর্বত্র।