ফিলিস্তিনের মসজিদুল আকসায় ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা এবং জোরালো প্রতিবাদ

দফায়-দফায় আল আকসা মসজিদে নামাজরত অবস্থায় মুসলমানদের উপর হামলায় ১৫৩জন আহত করায়র ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সাইফুদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের।
দপ্তর সম্পাদক মুহাম্মদ ইমাম হোসাইন রেজার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- নামাজরত মুসলমানদের উপর ইসরায়েলি হামলায় যেভাবে মুসলমানদের আহত করা হয়েছে তার প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। কতটা নিষ্ঠুর, নির্মম মানসিকতাসম্পন্ন হলে এমন কাজ কেউ করতে পারে, তা আমাদের ধারণাতীত।
নেতৃবৃন্দ আরও বলেন- মুসলমানদের মর্যাদাপূর্ণ রমজান মাসে এমন হামলা কাপুরুষতারই বহি:প্রকাশ। আকষ্মিক ইসরায়েলি বাহিনী নির্বিচারে যে বিমান হামলা চালিয়েছে তা নির্মমতা ও মানবাধিকার লঙ্ঘনের অনন্য দৃষ্টান্ত। এ হামলা কখনো মেনে নেওয়া যায় না। এধরণের হামলা বিচারিক প্রক্রিয়ার আওতামুক্ত হলে বারবার আরো বৃহৎ পরিমণ্ডলে সংঘটিত হবে৷
ছাত্রসেনার নেতৃবৃন্দ আরও বলেন- বারবার ফিলিস্তিনে হামলা করলেও ওআইসি, আরবলীগের নিরব ভূমিকা প্রতিনিয়ত মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনে আল আকসা ও মুসলমানদের হামলার সুযোগ নিচ্ছে। অথচ এসব সংস্থার দৃশ্যমান কোন ভূমিকা কিংবা দায়িত্বশীল বিবৃতি এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি। এসব নিষ্কর্মা তল্পিবাহকরা নিজেদের সুষ্ঠু ভূমিকা রাখতে বারবার ব্যর্থ হচ্ছে। এসব সংস্থাগুলো ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে। এ হামলার সুরাহা না হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নেতৃবৃন্দ।
পরিশেষে নেতৃবৃন্দ সকল আহতদের সুস্থতা, এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি