বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সম্মিলিত স্কুল কমিটির বৃক্ষ বিতরণ কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি

আজ ১৯ মার্চ (শুক্রবার) সকাল ১০ টায় চট্টগ্রাম বহদ্দারহাট চত্বরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের চকবাজার থানা আওতাধীন সম্মিলিত স্কুল কমিটির বৃক্ষ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সম্মিলিত স্কুল কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এর তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছাত্রনেতা আদনান তাহসিন আলমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাজেরা তাজু ডিগ্রি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা তাহারিফ হোসেন, এতে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত স্কুল কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে এস.আই.মানিক, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ করিম, মোহাম্মদ হৃদয় প্রমুখ।