বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা খলিল মীর কলেজ শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
পটিয়া প্রতিনিধি

আজ (১৫ই আগস্ট) সকাল ০৯ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা খলিল মীর কলেজ শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল’২১ইং পরিষদের সভাপতি মুহাম্মদ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচ এম বেলাল উদ্দীন।
উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের প্রচার সম্পাদক আসহাব উদ্দীন মুরাদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ মুহাম্মদ নুর উদ্দীন। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে, আগামী ২০২১-২২ ইং সেশন এর জন্য মুহাম্মদ আব্দুল হালিম কে সভাপতি ও মুহাম্মদ আব্দুল মান্নান কে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ বোরহান উদ্দিন আবিদ কে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ ইরফান তাশরীফ কে অর্থ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।