বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখার অভিষেক অনুষ্ঠান
কাজী মুহাম্মদ জুনাইদ জাকী, নিজস্ব প্রতিবেদক

আজ (১৮ই সেপ্টেম্বর) শনিবার বিকেল ৩ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখার অভিষেক অনুষ্ঠান এবং মুফতি আল্লামা ইদ্রীস রেজভী (রহ.) ও শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহ.)-এর স্মরণসভা নগরীর চেরাগী পাহাড়স্থ দলীয় কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জননেতা মাওলানা আশরাফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন যুবসেনা নগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম সুমন।
এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রসেনা মহানগর দক্ষিণের সহ- সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ বক্তা ও অভিষেকের শপথ বাক্য পাঠ করান দপ্তর সম্পাদক মুহাম্মদ ইয়ার আহমেদ জামশেদ।
প্রধান অতিথি আশরাফ হোসাইন বলেন- ” এদেশে ইসলামের মূলাধারা প্রচার-প্রসারে মুফতি আল্লামা ইদ্রীস রেজভী এবং মিডিয়া জগতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের রাহবার হিসেবে শহীদ নুরুল ইসলাম ফারুকীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে”।