বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি পৌর শাখার কাউন্সিল সম্পন্ন
মোজাম্মেল হক, চাঁদপুর

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার শাহরাস্তি উত্তর উপজেলাধীন শাহরাস্তি পৌর শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গত (১১ অক্টোবর) সোমবার শাহরাস্তি পৌর শাখার সভাপতি ছাত্রনেতা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছাত্রনেতা কাজী রুবেল রানার সঞ্চালনায় কাউন্সিল শুরু হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তর উপজেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোঃ মোজাম্মেল হক, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা খাজা নুরুল আমিন ও সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা হাফেজ শরীফুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ছাত্রসেনা উপজেলা সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আনিছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রসেনা শাহরাস্তি পৌর শাখার নেতৃবৃন্দ।
অত্র কাউন্সিলে নির্বাচন বোর্ড আগামী এক বছরের জন্য মোঃ শাখাওয়াত হোসাইনকে সভাপতি ও আবু সাঈদ রায়হানকে সাধারণ সম্পাদক এবং আহসান উল্লাহ আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট শাহরাস্তি পৌর কমিটি প্রদান করে। কাউন্সিল শেষে মিলাদ-কিয়াম করে ছাত্রসেনার শহীদদের স্মরণে বিশেষ দু’আ করা হয়।