বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কামারচাক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন
আরিফুল ইসলাম, রাজনগর

গতকাল (২৭ অক্টোবর) বুধবার বিকাল ৪ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কামারচাক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাখার কাউন্সিল আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং মাতাবপুর আঞ্চলিক শাখার আয়োজন ইসলামিক গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কাউন্সিল এবং গজল সন্ধ্যা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম রিজভী। তিনি বলেন, বাংলাদেশ ইসলাম ছাত্রসেনা হচ্ছে মূল সংগঠন, এটা দ্বারা বাংলাদেশ সুন্নীয়ত বেশি প্রচার প্রসার হচ্ছে, এই দলে আওলাদে রাসুল (দ.) দো’আ আছে, (ছাত্রসেনা ঈমানী ফৌজ হ্যায়, ইয়া তামাম অলি আল্লাহকা ফৌজ হ্যায়) এই দল থেকে যারা বিমুক্ত হয়ে তারা খারেজি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র সদস্য প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবার লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্রসেনার মৌলভীবাজার জেলা শাখার সাবেক তিন তিন বারের সফল সভাপতি এম এ এম রাসেল মোস্তফা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শায়ের আব্বাস আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা রাজনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ ফয়সাল আহমদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ ৮নং ওয়ার্ডের নেতা কর্মীরা।
৪ সদস্য বিশিষ্ট একটি নির্বান কমিশন দ্বারা আব্দুল করিমকে সভাপতি, আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক এঅবং মোঃ জালাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়ে, এবং আগামী এক মাসে ভিতরে অভিষেক করার নির্দেশ ও প্রতিবছর ওয়ার্ড শাখার পক্ষ থেকে এই নাতে মোস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আয়োজন করার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে বাদ মাগরিব গজল সন্ধ্যা শুরু হয় যুবসেনা উপজেলা সাধারণ সম্পাদক শায়ের আব্বাস আলী নেতৃত্বে একঝাক তরুণ ইসলামিক শিল্পী উপস্থিত ছিলেন যথাক্রমে আব্বাস আলী, সারুয়ার জামান, মঞ্জুর আলম, রুহুল আমিন, শাওন আহমদ সহ এবং আ’লা হযরত শিল্পী ফোরাম হবিগঞ্জের শায়ের কাওছার আহমেদ, মুজিবুর রহমান, নাঈম উদ্দিন প্রমুখ।