বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সন্দ্বীপ উপজেলার কাউন্সিল ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

রাব্বানী, নিজস্ব প্রতিবেদক 

গত ৫ ফেব্রুয়ারি’২২ শনিবার সকাল ১০টায় মগধরা তাজ ইসলাম আজাদীয়া সুন্নিয়া মাদ্রাসার হল রুমে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সন্দ্বীপ উপজেলা শাখার ব্যবস্থাপনায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সংগ্রাম গৌরবের ৪২’বছর উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন মোহাম্মদ গোলাম রাব্বানীর উপস্থাপনায় পবিত্র কুরআন তিলাওয়াত ও সেনা সংগীতের মাধ্যমে অত্র সংগঠনের সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাওলানা মহসিন উদ্দীন সাহেব- সহ সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামায়াত সন্দ্বীপ। প্রধান অতিথি ছিলেন‚ মুহাম্মদ যুবনেতা আজিম উদ্দিন আহমেদ জনি– সভাপতি‚ বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা। প্রধান বক্তা ছিলেন‚ যুবনেতা হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ– সাংগঠনিক সম্পাদক‚ বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা। বিশেষ অতিথি ছিলেন‚ যুবনেতা আমান উল্যাহ আমান– সহ সভাপতি‚ বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা। নির্বাচন কমিশনার ছিলেন‚ ছাত্রনেতা মুহাম্মদ আলি আকবর– সাংগঠনিক সম্পাদক‚ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা।

এছাড়াও উপস্থিত ছিলেন‚ মাওলানা আজমল খাঁন রেজভী, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামায়াত সন্দ্বীপ। মাওলানা মুফতি ইয়ার খাঁন নঈমী, সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামায়াত সন্দ্বীপ। মাওলানা রিদওয়ানোল হক হোসাইনী, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সন্দ্বীপ। ছাত্রনেতা মুহাম্মদ মামুন, সাবেক সাধরণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সন্দ্বীপ। মাওলানা নুরুল আলম’সহ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সন্দ্বীপ উপজেলা শাখার সাবেক-বর্তমান নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
close