বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার শহীদ লিয়াকত দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আজ (রবিবার) শহীদ লিয়াকত আলী (রহ.)’র ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও মৌলভী পুকুর পাড় সংলগ্ন মাজারে যিয়ারত ও পুষ্পস্তবক অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা এনাম রেজা, ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের, চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর উদ্দীন, যিয়ারত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দপ্তর সম্পাদক সৈয়দ মুহাম্মদ তারেক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল আলম পারভেজ, যিয়ারত বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল আলম সাকিব, মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম ইমন, সদস্য মুহাম্মদ সাকিবুল আকবর, মুহাম্মদ জাহেদুল ইসলাম সজিব ও মুহাম্মদ জামশেদ মোস্তফা প্রমুখ।

শহীদের মাজারে মিলাদ, কেয়াম ও মোনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচি সম্পন্ন করা হয়।

Related Articles

Back to top button
close