বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি জেলা শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

জাহিদুল আলম, রাঙ্গামাটি

শুক্রবার (১০ জুন’২২) বিকাল ৩ টা থেকে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুর রহমান।

প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক হাফেজ তানজিলুর রহমানের সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবসেনার সিনিয়র সহ-সভাপতি যুবনেতা আলহাজ্ব আখতার হোসেন চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গামাটি জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা শফিউল আলম আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন নুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আজাদ হোসাইন, নির্বাচন কমিশনার ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সৈয়দ মুহাম্মদ আলী বশনী।

আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুল কাদের, মুহাম্মদ আলী খাঁন, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ মনসুর আলী, জনাব মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ ইসমাঈল হোসেন মুন্না প্রমুখ।

পরিশেষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি জেলা (২০২২-২৩) সেশনের জন্য হাফেজ তানজিলকে সভাপতি, শায়ের সাকিবকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ রায়হান উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

Related Articles

Back to top button
close