বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পদুয়া ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন
রাঙ্গুনিয়া প্রতিবেদক

গতকাল শুক্রবার (১৩ আগস্ট’২১) বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ে রাঙ্গুনিয়া উপজেলা শাখার আওতাধীন পদুয়া ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
গত ২০২০-২১ সেশনের সভাপতি মুহাম্মদ রমজান আলী ইমরানের সভাপতিত্বে দপ্তর সম্পাদক মুহাম্মদ আনোয়ার ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা করিম উদ্দিন নূরী।
এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা পদুয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাকসুদুল আলম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন ওয়াহিদ ও মুহাম্মদ সাইফুল ইসলাম। কাউন্সিলার দায়িত্বে ছিলেন ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মু্ুহাম্মদ মামুন।
পরিশেষে কাউন্সিলর ২০২০-২১ সেশনের বিলুপ্তি ঘোষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ নাজিম উদ্দিনকে সভাপতি ও রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মুহাম্মদ জাবেদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ২০২১-২২ সেশনের নতুন পরিষদ ঘোষণা করেন।