বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি

আজ ৬ মার্চ (শনিবার) সকাল ১০ টায় ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে সুন্নি মতাদর্শ ভিত্তিক একক ইসলামী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় নব-নির্বাচিত ২০২১-২২ সেশনের অভিষেক ও শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ,এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জননেতা সৈয়দ মোজাফফর আহমদ মোজাদ্দেদী, জননেতা আব্দুল হাকিম, যুবনেতা নুরুল হক চিশতি, যুবনেতা সৈয়দ গোলাম কিবরিয়া, যুবনেতা নুরুল্লাহ রায়হান খান প্রমুখ।