বাংলাদেশ স্বাধীন কিন্তু দেশের মানুষ স্বাধীন নই -সীতাকুণ্ডে আলোচনা সভায় বক্তাগণ

সোহরাব হোসাইন, সীতাকুন্ড

গতকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সীতাকুণ্ড ছাত্রসেনার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, “বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আজ একান্ন বছর পূর্ণ হল। কিন্তু বিষয় হল এই বাংলার মানুষ এখন আর স্বাধীন নই। গত যুগ হতে অধিক সময় ধরে দেশে কোন গণতন্ত্র নেই। দেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেনা। মানুষ এখন কথা বলতে ভয় পায়। ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানাবিধ পবিত্র আইনের অপব্যহার করে মানুষকে ভয় দেখাইয়ে চুপ করে রেখেছে।”

সীতাকুণ্ড ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা তাওহীদুল আলম রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফারুক হোসাইনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ফ্রন্টের মান্যবর সভাপতি জননেতা মাওলানা মুজিব উদ্দিন আল কাদেরী।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন উপজেলা যুবসেনার সভাপতি যুবনেতা আবু মুসা, অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি যুবনেতা সাখাওয়াত হোসাইন,ছাত্রনেতা আলী আকবর,ছাত্রনেতা ইকবাল জাহিদ, সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, নুরুদ্দীন, মুশফিক, জামিউল, মোস্তাফিজ, মাসুম, দেলওয়ার, শহিদুল, মুবিন, রায়হান, তানভীর, নাজমুল, সাদিব প্রমুখ।

মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দো’আ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Related Articles

Back to top button
close