বাঘাইছড়িতে ছাত্রসেনার অভিষেক ও ঈদ পুনর্মিলনী সভা
রাঙ্গামাটি প্রতিনিধি

গতকাল ৩০ মে (রবিবার) নব গঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঘাইছড়ি উপজেলা শাখার অভিষেক ও ঈদ পুনর্মিলনী সভা উপজেলা সদর বাঘাইছড়ি বিশ্রামাগার হলে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল আলম কাদেরী’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঘাইছড়ি উপজেলার নব নির্বাচিত সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ওসমান গণি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাঘাইছড়ি উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ আবু হানিফ নঈমী (মা:জি:আ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নায়ী মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি শাহজাদা ছৈয়্যদ আব্দুল বারী, বিশেষ বক্তা জেলা ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ মিজানুল ইসলাম রুবেল।
সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, কেন্দ্রীয় পরিষদের সদস্য ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল জলিল।
এ সময় হিজরী নববর্ষ উৎযাপন পরিষদের সদস্য মুহাম্মদ রেজাউল করিম,উপজেলা ছাত্রসেনার সহ সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক জুবায়েদ,অর্থ সম্পাদক আনোয়ার রেজা, ছাত্রসেনার উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরিশেষে নব নির্বাচিত পরিষদকে শপথ বাক্য পাঠ শেষে দো’আ ও মুনাজাতের মাধ্যমে অভিষেক ও ঈদ পুনর্মিলনী সভা সমাপ্ত হয়।