বোয়ালখালীতে আল্লামা ইউসুফ বদরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রসেনার প্রতিবাদ সভা

আরিফুল ইসলাম, বোয়ালখালী

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চকরিয়া উপজেলার সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কক্সবাজার (উত্তর)’র সভাপতি অধ্যাপক আল্লামা ইউসুফ হোসাইন বদরী’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ ২৯ অক্টোবর (শুক্রবার) উপজেলার দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার উদ্যোগে প্রতিবাদ সভা সংগঠনের সভাপতি ছাত্রনেতা ইসতিয়াক উদ্দিন সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালাউদ্দিন খোকন, প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ সাইফুদ্দীন, বিশেষ অতিথি ছিলেন যুবসেনা বোয়ালখালী উপজেলার সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক এস.কে.এম জাহাঙ্গীর আলম,মামুন উদ্দিন মেম্বার, ওসমান গনী, সোহরাব হোসেন, মাওলানা আব্দুল মুত্তালিব।

এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা শফিউল আলম, মনজুর আলম, সাজ্জাদ হোসাইন রানা, জয়নাল আবেদীন, আবু সালেক, বদরুদ্দোজা, মাহফুজ আলম, দিদার আলম, গিয়াস উদ্দিন, রবিউল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অনতিবিলম্বে ইউসুফ হোসাইন বদরীর চিহ্নিত হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্তা করতে হবে, না হলে যে কোন পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে।

Related Articles

Back to top button
close