বোয়ালখালীতে আল্লামা ইদ্রিস রেজভীর স্মরণসভার প্রস্তুতি সম্পন্ন

আরিফুল ইসলাম, বোয়ালখালী

আল্লামা মুফতি ইদ্রিস রেজভী হুজুরের স্মরণসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় নেতা কর্মীদের মাঝে চলছে উৎসবের আমেজ, স্মরণসভা আয়োজনে কর্মীদের মাঝে দেখা যাচ্চেনা কোন ধরণের গাফেলতি, দিনরাত পরিশ্রম করে যাচ্ছে একদল সেনানী।

আগামী (১০ই সেপ্টেম্বর’২১) জুমাবার বিকাল ৩ টা হতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চরণদ্বীপ শাখার ব্যবস্থাপনায় চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ ময়দানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সম্মানীত প্রধান উপদেষ্টা, নায়েবে আ’লা হযরত, আল্লামা মুফতি ইদ্রিস রেজভী (বড় হুজুর) কেবলা (রহঃ)’র বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, সাংবাদিক, বুদ্ধিজীবি, পেশাজীবী, আহলে সুন্নাতের নেতৃবৃন্দ, ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

স্মরণসভার প্রস্তুতির ব্যাপারে জানতে চাইলে আয়োজক কমিটির আহ্বায়ক জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন এবং সবকিছু ঠিক থাকলে স্মরণকালের সেরা স্মরণসভা হবে বলে আশা করছি। সবাইকে স্ববান্ধবে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।

Related Articles

Back to top button
close