বোয়ালখালীতে ছাত্রসেনার বিজয় র্যালি ও সমাবেশ
আরিফুল ইসলাম ইমন, বোয়ালখালী

আজ সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বোয়ালখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বোয়ালখালী উপজেলা চত্বরে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ ইসতিয়াক উদ্দিন সিকদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্তিত ছিলেন ছাত্রসেনা বোয়ালখালী পৌরসভার সভাপতি মুহাম্মদ রাশেদুল আলম ইফতি, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি জননেতা স.ম.এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক জননেতা আকতার হোসেন তালুকদার ও বোয়ালখালী পৌরসভার সাংগঠনিক সম্পাদক জননেতা ওসমান গনি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ হাসান মুরাদ পারভেজ।
আরও উপস্থিত ছিলেন যুবসেনার সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, মামুন উদ্দিন মেম্বার, এসময় আরো উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসাইন রানা, জয়নাল আবেদিন, রিমন শরিফ, মাহেনুর আলম, ওয়াজেদ হোসেন সহ কলেজ শাখার নেতৃবৃন্দ। শেষে বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দো’আ ও মোনাজাত করা হয়।