বোয়ালখালীতে ছাত্রসেনা শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন
আরিফুল ইসলাম ইমন, বোয়ালখালী প্রতিনিধি

গত (১লা জুলাই) জুমাবার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার আওতাধীন ছাত্রসেনা শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন শ্রীপুর ভা-ফকির মাজার সংলগ্ন দলীয় কার্যালয়ে ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মোহাম্মদ আনিসুর রহমান আনিসের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি শেখ মুহাম্মদ ফোরকান কাদেরী।
এতে প্রধান অতিথি ছিলেন যুবসেনা বোয়ালখালী উপজেলার সভাপতি যুবনেতা আব্দুল্লাহ আল মামুন, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ইশতিয়াক উদ্দীন সিকদার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার সহ সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান ইমতিয়াজ, কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন প্রমুখ।
কাউন্সিল অধিবেশন শেষে জয়নাল আবেদিনকে সভাপতি, মিজবাহ উদ্দিন মুন্নাকে সাধারণ সম্পাদক ও আনিসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে।