বোয়ালখালীতে পৌরসভা ছাত্রসেনার সেমিনার অন মোটিভেশন ও টি.টি.সি
আরিফুল ইসলাম ইমন, বোয়ালখালী

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী পৌরসভার ব্যবস্থাপনায় আজ ১২ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় দলীয় স্থায়ী কার্যালয়ে পৌরসভা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ রাশেদুল আলম ইফতি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আবদুর রশিদের সঞ্চালনায় সেমিনার অন মোটিভেশন থানা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সভাপতি জননেতা আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মুহাম্মদ আবু নাছের জিলানী। প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক যুবনেতা জাফর আলম সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নূরের রহমান রণি।
এতে বক্তারা বলেন, সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সকলকে এক যোগে কাজ করে সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে সকলকে আরও উদার হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার সাবেক সভাপতি এম. রবিউল করিম, বোয়ালখালী পৌরসভার সহ-সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরমান, মুহাম্মদ মঈন উদ্দীন, মুহাম্মদ তৌহিদুল ইসলাম জুয়েল, মুহাম্মদ রবিউল আলম, মুহাম্মদ আসিফুর রহমান, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ মিনহাজুল আবেদীন, মুহাম্মদ মফিজুর রহমান প্রমুখ। শেষে দেশবাসী ও ছাত্রসেনার শহীদগণের জন্য দোয়া-মিলাদ মাহফিল মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।