বোয়ালখালী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

আরিফুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল গত ১৭মার্চ’২১ইং (বুধবার) বিকাল ২টা হতে গোমদন্ডী জাকের টাওয়ার ৪র্থ তলায় দলীয় স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা মুজিবুর রহমান ইমতিয়াজ এর সভাপতিত্বে এতে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা ওবাইদুল হক হক্কানী, প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি জননেতা স.ম এনামুল হক, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি জননেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা সোহাইল আজাদ,সাধারণ সম্পাদক আকতার হোসাইন তালুকদার,সহ-সাধারণ সম্পাদক এম.জসিম উদ্দিন, উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি জসিম উদ্দিন তৈয়বী, সারোয়াতলী ইসলামী ফ্রন্ট সভাপতি রফিকুল ইসলাম সিকদার, উপজেলা ইসলামী ফ্রন্টের সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবুল কাউসার সিকদার, উপজেলা যুবসেনার সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক সোহরাব হোসেন পোপাদিয়া ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মামুন উদ্দিন মেম্বার, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রসেনার অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রসেনার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রাশেদুল হক ফারুকী, ছাত্র কল্যাণ সম্পাদক সাইদুল আলম পারভেজ, পৌরসভা ছাত্রসেনার সভাপতি রাশেদুল আলম ইফতি প্রমুখ।

বক্তারা বলেন, দেশে আদর্শ ছাত্র রাজনীতি চর্চায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বিকল্প নেই,তাই ছাত্রসেনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি উধাত্ত আহবান জানান।

পরিশেষে সভায় বোয়ালখালী উপজেলা শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র নতুন কমিটি ঘোষণা করা হয়,এতে মোহাম্মদ ইশতিয়াক উদ্দিন সিকদারকে সভাপতি,মোহাম্মদ আরিফুল ইসলাম ইমনকে সাধারণ সম্পাদক,সাজ্জাদ হোসাইন রানাকে সাংগঠনিক সম্পাদক ও রিফাত হোসেনকে অর্থ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।

Related Articles

Back to top button
close