বোয়ালখালীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে উপজেলা ছাত্রসেনার মানববন্ধন
আরিফুল ইসলাম, বোয়ালখালী

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার ব্যবস্থাপনায় গতকাল সোমবার (৭জুন) বিকাল ৪টায় বোয়ালখালী উপজেলা চত্বরে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ইশতিয়াক উদ্দিন সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ আরিফুল ইসলাম ইমনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনের পূর্বে উপজেলা ছাত্রসেনার নেতাকর্মীরা বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন।
এসময় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রসেনার সহ সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ বোরহান পাশা, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভা ছাত্রসেনার সভাপতি রাশেদুল ইসলাম ইফতি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন রানা, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, নাঈম উদ্দীন, অর্থ সম্পাদক রিফাত হোসেন, প্রচার সম্পাদক ওয়াজেদ হোসেন, মাহেনুর আলম, রিমন শরিফ, মাহফুজ, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান প্রজন্ম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে, আজ প্রায় দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ফলে তারা অনলাইন ক্লাসের নাম দিয়ে মোবাইলে বিভিন্ন আসক্তিমুলক গেইম ও নানান প্রকার নৈতিক স্খলনমুলক ওয়েবসাইটের দিকে ধাবিত হচ্ছে, তাই এসব বিষয় বিবেচনা করে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন পূর্বক শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে ফিরিয়ে নিয়ে যাওয়ার জোর আহ্বান করেন।