বোয়ালখালীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে উপজেলা ছাত্রসেনা

মোহাম্মদ আরিফুল ইসলাম, বোয়ালখালী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বোয়ালখালী বাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা।

ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার সভাপতি মোহাম্মদ ইসতিয়াক উদ্দিন সিকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম (ইমন) বলেন, করোনা ভাইরাসের ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারির এ সংকটকালে দীর্ঘ এক মাস সিয়ামসাধনার পর বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর।

বিশ্বব্যাপী অদৃশ্য এ ভাইরাসের থাবায় মানবজাতি আজ বিপর্যস্ত, গভীর সংকটে নিপতিত। তাই এমন সঙ্কটময় মূহুর্তে আমাদেরকে করোনা মহামারিজনিত সংকট মাথায় রেখে ঈদের আনন্দ-উৎসবে শামিল হতে হবে।

অসহায় নিপীড়িত মানুষের পাশে দাড়ানোটা হোক ঈদুল ফিতরের বড় শিক্ষা। অবহেলিত জনগোষ্ঠীর মাঝে ঈদের আমেজ ছড়িয়ে দিয়ে ধনী-গরিবের ভেদাভেদ ভুলাতে পারলেই দেশ আরো এগিয়ে যাবে,কায়েম হবে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা।

নেত্ববৃন্দ আরো বলেন- মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দস আজ জায়োনিস্ট ইহুদীদের আগ্রাসী থাবায় আক্রান্ত, এই আনন্দের দিনেও ফিলিস্তিনের মানুষগুলোর মনে কোন আনন্দ উচ্ছ্বাস নেই। রাতদিন শঙ্কা ভর করেছে তাদের মনে। কখন ইসরায়েলি বাহিনীর গুলি এসে বুক ঝাঁঝড়া করে দেয়। কখন আত্মাটা বেরিয়ে যায়, ইসরায়েলি দখলদারদের অব্যাহত আগ্রাসনে গাজায় অসংখ্য ফিলিস্তিনির প্রাণ গেছে। সেই নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য ঈদের দিনে প্রার্থনা করেছে বিশ্ববাসী। বাংলাদেশে আজ ঈদের জামাতের পর প্রতিটি মসজিদে মসজিদে দোয়া হয়েছে নির্যাতিত সকল মুসলমানদের হেফাজত কামনায়।

সকল অশান্তি দূর হয়ে সুন্দর একটি ভোরের উদয় হোক, মুক্তি পাক বিশ্ব মানবতা, মুছে যাক সকল জঙ্গী সন্ত্রাসী, হিংসা,মারামারি, রাহাজানি এই কামনা।

Related Articles

Back to top button
close