বোয়ালখালী ইসলামী ফ্রন্ট নেতা মোদাচ্ছেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
আরিফুল ইসলাম, বোয়ালখালী

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পোপাদিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি, বিগত ইউ.পি নির্বাচনে মোমবাতির প্রতিক নিয়ে পোপাদিয়াতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী,বিশিষ্ট সাংবাদিক জননেতা এস.এম মোদাচ্ছেরকে গত ১লা মার্চ রোজ সোমবার রাত ৮টায় বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা পোপাদিয়া ইউনিয়ন (পূর্ব ও পশ্চিম) শাখার পক্ষ থেকে শুভ জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্তিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সহ-সাধারণ সম্পাদক জননেতা মাওলানা জসিম উদ্দিন, ইসলামী ফ্রন্ট নেতা দেলোয়ার হোসাইন আনিস, পোপাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউ পি সদস্য ও ইসলামী ফ্রন্ট পোপাদিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মামুন উদ্দিন মেম্বার, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক দপ্তর সম্পাদক মাওলানা মোবারক হোসাইন, যুবসেনা পোপাদিয়া পশ্চিম পরিষদের সভাপতি যুবনেতা আহম্মেদ শেখ ইমতিয়াজ, ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ইমন, ছাত্রনেতা মোহাম্মদ জাহেদুল ইসলাম সজিব, ছাত্রসেনা পোপাদিয়া পশ্চিম পরিষদের সভাপতি রিফাত হোসেন, সাধারণ সম্পাদক রিমন শরিফ, ছাত্রসেনা পোপাদিয়া পূর্ব পরিষদের সভাপতি ওয়াজেদ হোসেন, সাধারণ সম্পাদক সায়েম, যুবনেতা দিদারুল আলম, সাজ্জাদ হোসাইন, আজাদ প্রমুখ।