বোয়ালখালী পৌরসভা ছাত্রসেনা ৯নং ওয়ার্ডের ইফতার মাহফিল সম্পন্ন
আরিফুল ইসলাম ইমন, বোয়ালখালী প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী পৌরসভার আওতাধীন ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে গত ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) হাজিরপুল এবাদতখানায় প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রসেনা ৯নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ জিয়া উদ্দিন এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তৌহিদুর রহমান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু নাছের জিলানী, প্রশিক্ষক ছিলেন বোয়ালখালী পৌরসভা ছাত্রসেনার সাবেক সভাপতি এম. রবিউল করিম, ওয়ার্ড ছাত্রসেনার সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দীন, প্রধান বক্তা ছিলেন পৌরসভা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুর রশিদ, বিশেষ বক্তা ছিলেন পৌরসভা ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল কাদের।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ ফোরকান হাজারী, মুহাম্মদ তারেকুল ইসলাম, মুহাম্মদ আরফাত হোসেন ইমন, মুহাম্মদ তৌহিদুল ইসলাম জিসান, মুহাম্মদ শহিদুল ইসলাম ইমন, মুহাম্মদ রাকিবুর রহমান জিসান, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ নেজাম প্রমুখ।
শেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।