ভাটিয়ারী ছাত্রসেনার মাতৃভাষা দিবস উদযাপন ও কাউন্সিল সম্পন্ন

মুহাম্মদ ওয়াহিদ সাদিক, নিজস্ব প্রতিবেদক

গত (২১শে ফেব্রুয়ারি) সোমবার ভাটিয়ারীস্থ কদমরসূল গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায়  ছাত্রসেনা ভাটিয়ারী ইউনিয়ন শাখার উদ্যােগে মাতৃভাষা দিবস উদযাপন ও কাউন্সিল অধিবেশন আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের ২০২১-২২ পরিষদের সভাপতি ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান জিকু। এতে ছাত্রনেতা নাজমুল হোসাইন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবসেনার সভাপতি  যুবনেতা আবু মুসা। প্রধান বক্তার বক্তব্য পেশ করেন উপজেলা ছাত্রসেনার সভাপতি  ছাত্রনেতা তাওহীদ আলম রিপন।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভাটিয়ারী ছাত্রসেনার সাবেক সভাপতি যুবনেতা রমজান আলী রুবেল, যুবনেতা আবু নয়ন, যুবনেতা আবুল কাশেম, সাদ্দাম হোসাইন, কামরুল হাসান এবং ভাটিয়ারী ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা আলী আকবর, ছাত্রনেতা ফারুক হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালিরা রক্ত দিয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য তথা সর্বক্ষেত্রে বাংলা প্রতিষ্ঠার জন্য। কিন্তু দুঃখের বিষয় পাকিস্তানের হাত থেকে আমরা বহু আগে মুক্তি পেয়েছি।কিন্তু দুঃখের বিষয় আমাদের শাসকগোষ্ঠী এখনো পর্যন্ত সর্বক্ষেত্রে বাংলা প্রসার গঠাতে পারেনি এমনকি কোন উদ্যােগও গ্রহন করনি।

অনুষ্ঠানের পরিশেষে তানবির হোসাইনকে সভাপতি, নাজমুল হোসাইন কে সাধারণ সম্পাদক, সোহরাব হোসাইন কে সাংগঠনিক সম্পাদক ও মুহাম্মদ রাকিবকে অর্থ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button
close