মরহুম জাকির হোসেন’র পরিবারে ছাত্রসেনা বক্সিরহাট শাখার নেতৃবৃন্দ
নাইমুল হক, বক্সিরহাট

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র সাবেক মহিলা বিষয়ক সচিব ও চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক জননেতা মরহুম জাকের হোসেন এর পরিবারের সাথে ঈদুল আযহার সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
গত (২২ জুলাই’২১) বাদে আছর ছাত্রসেনা বক্সিরহাট শাখার সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুভেচ্ছা বিনিময়ে মিলিত হোন।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাইমুল হক, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মোর্শেদ হাসান আশরাফী তাইফুর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মুহাম্মদ নাহিদুল ইসলাম, নির্বাহি সদস্য মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ আহসান হাবিব হাসান, মুহাম্মদ ইরফানুল করিম।
উল্লেখ্য যে, মরহুম জাকের হোসেন সাহেবের সহধর্মিণী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার সর্বস্থরের নেতাকর্মীদের কাছে মরহুম জাকের হোসেনের মাগফিরাত এবং তাঁর রেখে যাওয়া সন্তানদের জন্য দোয়া কামনা করেন।