মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (২৬শে আগস্ট’২১) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, জনপ্রিয় ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব, শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)’র হত্যার বিচারিক কার্যক্রম বিলম্বিত হওয়ার প্রতিবাদে ছাত্রসেনা কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম জেলা প্রশাসক এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ-সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ ফরিদুল ইসলাম, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের ছাত্র কল্যাণ সম্পাদক ছাত্রনেতা এম জুননুরাইন খোকন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণি, সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদওয়ান সাজ্জাদ, ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ সাইদুল আলম পারভেজ ও সদস্য মুহাম্মদ ফরহাদুল হক।