মুফতি ইদ্রিস রেজভীর রোগমুক্তি কামনায় দো’আ মাহফিল করেছে ছাত্রসেনা কোতোয়ালী থানা
জহির উদ্দীন, কোতোয়ালী

আজ রবিবার (২৫শে জুলাই) বিকেল ৫টায় আন নূর জামে মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানা শাখার আয়োজনে রাহনুমায়ে শরীয়ত ও পীরে ত্বরিকত মুফতিয়ে জমান, উস্তাজুল ওলামা, খলিফায়ে নায়েবে আলা হযরত, প্রবীণ আলেমেদ্বীন, এদেশের সুন্নী রণাঙ্গনের অন্যতম অভিভাবক আল্লামা মুফতি ইদ্রিস রজভী (ম.জি.আ.)’র শারিরীক সুস্থতা ও রোগমুক্তি কামনায় অত্র শাখার সহ সভাপতি মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদের সভাপতিত্বে মিলাদ ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃআসিফুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বির, সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম ইরফান, আমজাদ, রাসেল, মিরাট প্রমুখ।
এ সময় হুজুরের সুস্থতা কামনায় মুনাজাত পরিচালনা করেন সহ সভাপতি মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ।