মুসলমানদের অধিকার আদায়ে বিশ্ব মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান- ছাত্রসেনা
প্রেস বিজ্ঞপ্তি

ভারতের হাইকোর্টে দায়ের করা রিটে পবিত্র কুরআনের ২৬ টি আয়াতের উপর আপত্তি তোলে তা পরিবর্তনের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কায় নিরাপত্তার অজুহাত দেখিয়ে বোরকা ও মাদরাসা নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ মারুফ রেজা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন উক্ত রিট আবেদন ও নিষেধাজ্ঞা প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী শান্তির মহাবাক্য ছড়িয়ে প্রতিষ্ঠিত হওয়া দ্বীনে ইসলামকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদী ধর্ম হিসেবে পরিচিত করানোর জন্য এ ধরণের ন্যক্কারজনক কার্যক্রম পরিচালনা করছে ভারত ও শ্রীলঙ্কা। প্রকৃত মুসলিমদের কখনওই তাদের নীলনকশা বাস্তবায়নে উগ্রতা, সহিংসতার পথ অবলম্বন করতে পারেননা। বরং শান্তিপূর্ণ অবস্থান থেকে নিজেদের অধিকার আদায়ে লড়াই করে যাওয়ার আহবান জানিয়েছেন নেতৃদ্বয়।
বারংবার ইসলামের প্রতি ভারতীয় সরকারের ঘৃণ্য অবস্থান জানান দিচ্ছে তারা মানুষের ধর্ম পালনের অধিকার খর্ব করিতে চায়। অথচ জাতিসংঘ, ওআইসিসহ অন্যান্য আন্তর্জাতিক ও মুসলিম সংস্থার এ বিষয়ে পিন পতন নীরবতা পালন সচেতন মহলকে ভাবিয়ে তুলছে। অপরদিকে মায়ানমারে মুসলিম গণহত্যার কোন বিচারই হয়নি এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফিরিয়ে নেয়ারও কোন উদ্যোগে সাড়া দিচ্ছে না মায়ানমার সরকার। এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতি মহলকে আরও জোড়ালো ভূমিকা রাখা প্রয়োজন।
বিশ্বের সভ্য ও উন্নত দেশসহ সর্বস্তরের প্রায় দেশে নারীরা স্বাধীনভাবে বোরকা পরিধান করে চলাফেরা করতে পারেন অথচ শ্রীলঙ্কায় নিরাপত্তার অজুহাতে বোরকা পরিধান নিষিদ্ধকরণ প্রস্তাব পেশ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতকরণ নয় বরং ইসলাম বিদ্বেষ হতে এমন মানবাধিকার বিরোধী, অমানবিক,ন্যক্কারজনক প্রস্তাব পেশ করেছে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের উচিত ভারত ও শ্রীলঙ্কার মানবাধিকার বিরোধী এ সব প্রস্তাবের বিরোধিতা করা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী মুসলিম বিদ্বেষী চলমান ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজন ঐক্যবদ্ধ সংগ্রাম। মুসলমানের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার জন্য বিশ্ব মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। সে সাথে বাংলাদেশ সরকারের পক্ষ হতে অযৌক্তিক রিট আবেদন ও নিষিদ্ধকরণ প্রস্তাবের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ছাত্রসেনার নেতৃবৃন্দ।