মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে প্রতিহত করার আহ্বান -ছাত্রসেনা শাহরাস্তি উত্তর

মোজাম্মেল হক, চাঁদপুর

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তরে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলী সন্ত্রাসী বাহিনীর অত্যাচার ও হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ ১৪ মে বাদ জুম’আ শাহরাস্তিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তরের সভাপতি ছাত্রনেতা কামরুল হাসান বাবুর সভাপতিত্বে সেক্রেটারি মুহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় মানববন্ধন শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাদা মোহাম্মদ বদরুদ্দোজা, ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা শাহাব উদ্দিন মীর প্রমুখ।

এছাড়াও ছাত্রসেনা শাহরাস্তি উত্তরের সাবেক বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করেন।বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সাথে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলকে প্রতিহত করার আহবান করেন। প্রয়োজনে ছাত্রসেনার কর্মীরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Back to top button
close