যুবনেতা শাহাব উদ্দীনের পিতার নামাজে জানাযা শেষে পুষ্পস্তবক অর্পণ করেছে ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ
নিজস্ব প্রতিবেদক

আজ (২৮ই জুন) সোমবার বাদে যোহর বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড অন্তর্গত সৈয়দ আব্দুল আলী জামে মসজিদ ময়দানে বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের দাওয়াহ ও সাংস্কৃতিক সম্পাদক এবং ছাত্রসেনা কেন্দ্রীয় সাবেক প্রচার সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি যুবনেতা শাহাব উদ্দীন ভাইয়ের শ্রদ্ধেয় পিতা শাহ আলম এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুদ্দিন, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি আব্দুল জলিল, পোপাদিয়া ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি সাংবাদিক মোদাস্সের, যুবসেনা বোয়ালখালী উপজেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর সাবেক সভাপতি মুহাম্মদ ফোরকান, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-সাধারণ সম্পাদক এস কে জাহাঙ্গীর আলম ও অর্থ সম্পাদক মামুন উদ্দীন মেম্বার, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি নূরের রহমান রণি, অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রাশেদুল হক ফারুকী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল করিম, সমাজ সেবা সম্পাদক আ ন ম নাছির উদ্দিন, বোয়ালখালী উপজেলা যুবনেতা এনাম উদ্দীন ও মুসলিম উদ্দীন, বোয়ালখালী উপজেলা ছাত্রসেনার সভাপতি ইশতিয়াক উদ্দীন সিকদার, সহ-সভাপতি হাফেজ ইসহাক, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইমন, অর্থ সম্পাদক রিফাত হোসেন, স্যার আশুতোষ সরকারি কলেজের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম সজিব প্রমুখ।