যুবসেনা ও ছাত্রসেনা হালদারকূল শাখার আয়োজনে ইফতার মাহফিল ও প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখাধীন ৯নং ওয়ার্ড (হালদারকূল) শাখার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল ও প্রশিক্ষণ কর্মশালা ১৮ই রমজান বাদে যোহর হতে আরবানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড যুবসেনার সভাপতি আরফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হালদারকূল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন,উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসেন তাহেরী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সভাপতি যুবনেতা তারেক আলম।
প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা ফটিকছড়ি (উত্তর) উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মুহিউদ্দীন চৌধুরী,ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্না।
নাহিদুল ইসলাম হামীম ও মোবারক হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শফিউল আজম নেজামী, হাফেয আনিসুর রহমান, মুহাম্মদ আবছার, মুহাম্মদ মিজান, নুরুল আবছার (তারেক), শাকিল হোসেন,আরফিন জিসান,সাইফুল ইসলাম (সাকিব), শাকিল,আদনান সামি প্রমুখ।