যুব সমাজের অবক্ষয় রোধে নৈতিক শিক্ষা-সংস্কৃতির চর্চা জরুরি- সমিতিরহাটে বক্তাগণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং-সহ সামাজিক অনাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘নৈতিকতার অবক্ষয় রোধে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার গতকাল (১১জুন) শুক্রবার বিকেলে সমিতিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ ফরহাদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি মাষ্টার খোরশেদু্ল আলম, উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সহ-সভাপতি ব্যাংকার মাওলানা আবুল মনছুর।

সেমিনারে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট এডিএম আরুছুর রহমান।

মিজানুর রহমান মুন্না’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী সুমন, ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন সহ-সভাপতি নাজিম খাঁন মেম্বার, ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা জহুরুল আলম, ইসলামী ফ্রন্ট নেতা শহীদুল্লাহ চৌধুরী, এস.এম নজরুল ইসলাম, নুরুল আবছার, যুবসেনা নেতা মুহাম্মদ পারভেজ, যুবসেনা সমিতিরহাট ইউনিয়ন সভাপতি তারেক আলম, আলোর পথে’র উপদেষ্টা শেখ আলাউল মোরশেদ, যুবসেনা নেতা হাসান উদ্দীন কুতুবী, আজিজুর রহমান, আবু নাসের মুন্না, মানিক, মুহাম্মদ আলাউদ্দীন, রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রেজাউল করিম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ইউনিয়ন প্রতিনিধি শয়ন কুমার দে, আনিসুল ইসলাম, ওমর ফারুক,মুহাম্মদ জামশেদ, হাফেজ জাহাঙ্গীর, নওশাদ, নুরুন্নবী, হান্নান, হামীম, মুহাম্মদ সোহেল, আলী নয়ন, নাসির,শাকিল,রিয়াদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের তরুণরাই ভবিষ্যতে সমাজে নেতৃত্ব দিবে। কিন্তু বর্তমানে অধিকাংশ তরুণ বিপথগামী। এই তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে সুশীল সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। রাজনৈতিক নেতৃত্বের ছত্রছায়ায় অনেক তরুণ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে; যা সমাজে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। তাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন মোকাবেলা করতে হবে। গণকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের জন্য প্রয়োজন যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব। কিন্তু বর্তমানে সঠিক নেতৃত্বের অভাবে শহর-মফস্বলে গ্যাং লিডারদের আধিপত্য দেখা যাচ্ছে; তাই রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক তৃণমূল সহ বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব নির্বাচন করার আহবান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন – সমাজে ত্রাস সৃষ্টিকারীদের সংখ্যা ভালো মানুষের তুলনায় বেশি নয়, তাই শান্তিপ্রিয় নাগরিকদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বক্তারা কিশোর গ্যাংকে সমূলে উৎখাত করতে সরকারের দৃঢ় পদক্ষেপ কামনা করেন।

তরুণ প্রজন্মের বড় অংশকে সুনাগরিক হিসেবে গড়ে তোলতে হলে সুশিক্ষার উপর জোর দিতে হবে।তরুণদের কর্মসংস্থানের প্রতিও সরকারকে নজর দিতে হবে।

Related Articles

Back to top button
close