রমজান উপলক্ষ্যে বক্সিরহাট ওয়ার্ড ছাত্রসেনার উপহার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানার আওতাধীন ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্র ও পথচারীদের মাঝে ইসলামী উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ১৩ এপ্রিল (মঙ্গলবার) মুহাম্মদ মহিউদ্দিন সায়েম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার সভাপতি হাফেজ মুহাম্মদ রাশেদুল ইসলাম ও কোতোয়ালী থানার অর্থ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বির। মিরাত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ নাঈমুল হক, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ হামিদ,মুহাম্মদ রুবেল,মুহাম্মদ রাসেল প্রমুখ।
বক্তব্য প্রদান কালে বক্তাগণ বলেন- উপহার বা হাদিয়া প্রদান ও গ্রহণ উভয়ই সুন্নত। কোনো প্রকার শর্ত ছাড়া এবং স্বার্থ বিবেচনা না করে কারো প্রতি অনুরাগী হয়ে যে দান বা উপঢৌকন প্রদান করা হয়, তা-ই হাদিয়া বা উপহার। এই হাদিয়া বা উপহার অত্যন্ত উচ্চপর্যায়ের সদাকাহ বা অনুদান। হাদিয়া বা উপহার দাতা ও গ্রহীতা উভয়কে সম্মানিত করে। এটি কোনো দয়া বা দাক্ষিণ্য নয়।এই ধরণের ইসলামী উপহার সামগ্রী বিতরণের অভ্যাস সর্বত্র ছড়িয়ে দিতে পারলে প্রজন্ম ইসলামী আদর্শে আলোকিত হবে।