রমজান উপলক্ষ্যে শতাধিক পরিবারে রাউজান ছাত্রসেনার উপহার সামগ্রী বিতরণ

কায়েছ উদ্দীন, রাউজান

করোনা পরিস্থিতিতে উপার্জন না থাকায় রাউজান উপজেলার শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও সাহরি সামগ্রীর উপহার প্রদান করা হয়েছে। অহিংস ছাত্র রাজনীতির অনন্য মডেল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার উদ্যোগে এসব সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল ২ মে (রবিবার) বেলা ৩ টায় রাউজান গশ্চি হযরত হাঁচি ফকির (রহঃ) দাখিল মাদ্রাসা সম্মুখ মাঠে সি.এন.জি ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী, নিম্ন ও মধ্য আয়ের মানুষদের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপহার হিসেবে চাল, ডাল, আলু, তেল,চিড়া, ময়দা,পিয়াজ, লবন সহ ১৫ দিনের খাদ্য সামগ্রি দেওয়া হয় সংগঠনের কর্মি ও সাধারণ মানুষদের মধ্যে।

এ বিষয়ে রাউজান উপজেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা জয়নাল আবেদীন জাবেদ ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা এনামুল হক মুন্না জানান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী যুবসেনা রাউজান উপজেলা নেতা ও সংগঠনের প্রবাসী সাবেক সেনাকর্মীদের সার্বিক সহযোগিতায় এসব উপহার সামগ্রী মধ্য ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া যারা বাকি আছে ক্রমান্বয়ে তাদেরকেও ত্রাণ সহযোগিতা প্রদান করা হবে।

উপহার সামগ্রী বিতরণ করার সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের সাবেক সভাপতি জননেতা সৈয়দ মুহাম্মদ হোসেন, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান দক্ষিণের সভাপতি জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী, বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াআল জামাআত রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ আবু মোস্তাক আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক মুফতি জিল্লুর রহমান হাবিবী, ছাত্রসেনা রাউজান দক্ষিণের সাবেক সভাপতি আমান উল্লাহ আমান, এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ আল রোমান।

আরো উপস্থিত ছিলেন রেজাউল কবির, রাশেদ আলী, রায়হানুল করিম রাব্বি,কাজী কায়েছ উদ্দিন,আরিফুল ইসলাম মাসুদ, মোজাম্মেল হক, আজিজুর রহমান, ইমতিয়াজ আহমেদ রেজা, আনিসুল মোস্তফা, সাইফুল ইসলাম আদর, মুহাম্মদ জুলহাস উদ্দীন, ইমদাদুল হক ইমতিয়াজ,রাসেল মিরাজ,ইয়াসিন আরাফাত,ফরহাদ কাউসার,মুহাম্মদ ইলিয়াছ,মুহাম্মদ শওকত,মুহাম্মদ আলমগীর প্রমুখ।

Related Articles

Back to top button
close