রাউজানে গাউসিয়া কমিটিকে ছাত্রসেনার পক্ষ হতে অক্সিজেন সিলিন্ডার প্রদান
রাউজান প্রতিবেদক

করোনাকালীন মুমুর্ষ রোগীকে জরুরী অক্সিজেন সরবরাহ ও করোনা রোগীর কাফন-দাফন কাজে নিয়োজিত গাউসিয়া কমিটি রাউজান উরকিরচর ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবকদের অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ১২নং উরকিরচর ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন এর সঞ্চালনায় ইউনিয়ন ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আইয়ুব, ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ মফিজুল ইসলাম, সৈয়দ এরশাদুল হক মুন্না,মুহাম্মদ আমান উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রোমান, উপজেলা ছাত্র সেনার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক কায়েস উদ্দীন, আবুল হাশেম মেম্বার, মাওলানা আলাউদ্দিন ক্বাদেরী, হায়দার শাহ, আব্দুল করিম, হাবিবুর রহমান, মুহাম্মদ হোসাইন ক্বাদেরী, তারেক হাসান,গোলাম কিবরিয়া, ছাত্রসেনার দায়িত্বশীল সাজ্জাদ হোসেন, মুহাম্মদ তারেক, মুহাম্মদ এহসান, মুহাম্মদ আশরাফুল, গোলাম জিলানি প্রমুখ।