রাউজান পৌর মেয়রের সাথে ছাত্রসেনা রাউজান উপজেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
কায়েছ উদ্দিন, রাউজান

রাউজান পৌরসভার সম্মানিত মেয়র জনাব মুহাম্মদ জমির উদ্দিন পারভেজ মহোদয়ের সঙ্গে আজ ১৯’মে (বুধবার) পৌর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা উত্তর, দক্ষিণ ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে মেয়র মহোদয় ছাত্রসেনা রাউজান উপজেলা ও পৌরসভার শান্তিপূর্ণ কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতেও শান্তিপূর্ণ কার্যক্রম বজায় রাখার আশা ব্যক্ত করেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান দক্ষিণের সাবেক সভাপতি আবদুল্লাহ আল রোমান, ছাত্রসেনা রাউজান পৌরসভার সাবেক সভাপতি মুহাম্মদ মনির উদ্দীন, ছাত্রসেনা রাউজান উপজেলা উত্তরের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ ইসলাম মামুন,রাউজান দক্ষিণের সভাপতি জয়নাল আবেদিন জাবেদ, পৌর ছাত্রসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী ও উপজেলা উত্তরের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আমজাদ হোসেন প্রমুখ।
মেয়র মহোদয়কে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।