রাঙ্গামাটিতে জেলা ছাত্রসেনার ইফতার মাহফিল ও আলোচনা সভা 

জাহিদুল আলম, রাঙ্গামাটি

গতকাল (শনিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি জেলা শাখার ব্যবস্থাপনায় ২১ রমজান আমিরুল মুমিনীন সৈয়্যদুনা হযরত আলী (রা.) শাহাদাত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ তানজিলুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সি.সহ-সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আখতার হোসেন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবসেনার সভাপতি যুবনেতা মুহাম্মদ আলী খাঁন মহোদয়, আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি যুবনেতা মুহাম্মদ তারেক আজিজ, যুবনেতা মুহাম্মদ শহিদ, মো: হারুন, মনির হোসেন, ইব্রাহিম জাবেদ, ইসমাইল হোসেন মুন্না সহ আরো অনেকেই।

বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনে মুসলমানদের প্রতি ইজরাইলী বর্বরতার তীব্র নিন্দা জানান ও বিশ্ব নেতাদের এ ব্যাপারে প্রতিবাদি ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে মিলাদ ক্বিয়াম শেষে বিশ্বের মুসলমানদের জন্য দো’আর মাধ্যমে ইফতার মাহফিল ও আলোচনা সভা সমাপ্ত হয়।

Related Articles

Back to top button
close