রাঙ্গামাটিতে পৌর ছাত্রসেনার স্মরণ সভা ও প্রতিনিধি সম্মেলন
মুহাম্মদ জাহিদুল আলম, রাঙ্গামাটি

গতকাল (০১ অক্টোবর) শুক্রবার বিকেল ৩ টা হতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি পৌর শাখার ব্যবস্থাপনায় হিজরী চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত ইমাম আ’লা হযরত (রহ.) ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙ্গামাটি জেলার সম্মানিত সভাপতি অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম নঈমী (রহ.) স্মরণ সভা ও প্রতিনিধি সম্মেলন পৌর শাখার আহব্বায়ক রায়হান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গামাটি জেলার সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল কাদেরী, প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গামাটি জেলার যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন নূরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গামাটি জেলা শাখার সম্মানিত সভাপতি যুবনেতা আলী খাঁন, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সি. সহ সভাপতি যুবনেতা আখতার হোসেন চৌধুরী, বিশেষ বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি জেলা শাখার সম্মানিত সভাপতি ছাত্রনেতা শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আব্দুল বারী, প্রধান নির্বাচন কমিশন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ সাইফুল ইসলাম ও ছাত্রনেতা মুহাম্মদ জুনাঈদ আল হাসান প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা আ’লা হযরত (রহ.)’র জীবন চরিত্র তুলে ধরে অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম নঈমী (রহ.) কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
পরিশেষে প্রধান নির্বাচন কমিশন ছাত্রনেতা মুহাম্মদ সাইফুল ইসলাম, রায়হান উদ্দীনকে সভাপতি, জুনাঈদ আল হাসানকে সাধারণ সম্পাদক, তৈয়্যমুরকে সাংগঠনিক সম্পাদক ও আল আমিনকে অর্থ সম্পাদক করে ২৭ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।