রাঙামাটিতে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে জেলা প্রশাসকের নিকট ছাত্রসেনার স্বারকলিপি
মুহাম্মদ জাহিদুল আলম, রাঙামাটি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র কেন্দ্রীয় ঘোষণায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ই মে) বেলা ১২ টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি পার্বত্য জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিনের নেতৃত্বে একটি টিম আসন্ন জুন মাসের প্রারম্ভেই জাতীয় সংসদ অধিবেশনে ঘোষিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবীতে রাঙামাটি জেলা প্রশাসক জনাব মুহাম্মদ মিজানুর রহমানের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। যেখানে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ, এবং মোট জিডিপির ৬% বরাদ্দের দাবি জানানো হয়েছে।