রাঙ্গামাটির বাঘাইছড়িতে ছাত্রসেনার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাঘাইছড়ি প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০ টা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ ঘোষিত প্রতিটি উপজেলায় একযোগে অনতিবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঘাইছড়ি উপজেলা শাখা।

স্মারকলিপি প্রদানের পর বাঘাইছড়ি উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ওসমান গণি রাকিব।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঘাইছড়ি উপজেলার সাবেক সভাপতি ও রাঙ্গামাটি জেলা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী,বাঘাইছড়ি উপজেলা শাখার সহসভাপতি মুহাম্মদ আরফাতুর রহমান,সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান কাদেরী প্রমুখ।