রাঙ্গামাটি জেলা ছাত্রসেনার ডিটিসি সম্পন্ন
জাহিদুল আলম, রাঙ্গামাটি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখার উদ্যোগে পবিত্র ফাতেহা-এ খাজা গরীবে নেওয়াজ (রা.) এবং আল্লামা গাজী শেরে বাংলা (রহ.)’র ওফাত বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশিক্ষণ কর্মশালা (ডিস্ট্রিক ট্রেনিং ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে।
গত (১১ ফেব্রুয়ারি’২২) শুক্রবার বিকেল ৩ টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙামাটি জেলা কার্যালয়ে সংগঠনের সভাপতি শাহজাদা মোহাম্মদ আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জননেতা এম এ মুস্তফা হেজাজী, বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট রাঙামাটি জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ জসিম উদ্দিন নুরী, প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক যুবনেতা মুহাম্মদ আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াছিন রানা সোহেল, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মারুফ রেজাসহ ইসলামী ফ্রন্ট,যুবসেনাও ছাত্রসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ৷
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙামাটি জেলা সভাপতি জনাব মুহাম্মদ আলী খাঁন, ছাত্রসেনার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ জাকির হোসেন, জনাব মুহাম্মদ তারেক আজিজ,পৌর যুবসেনার সভাপতি ইব্রাহিম জাবেদ প্রমুখ।