রাঙ্গুনিয়ায় পবিত্র কুরআনকে অবমাননার প্রতিবাদে ছাত্রসেনার সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পূজা মণ্ডপে পবিত্র কোরআনকে অবমাননা করায় তাঁর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাঙ্গুনিয়া উপজেলা উত্তর ছাত্রসেনা।

আজ বৃহস্পতিবার (১৪অক্টোবর) বিকেলে মোগলের হাট মির্জা হোসাইন তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার গেইট থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে মোগলের হাট বাজার প্রদক্ষিণ করে মাদ্রাসা গেইটের সামনে প্রতিবাদ সমাবেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ আব্দুল খালেক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ নেছারী, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবসেনার পরিকল্পনা বিষয়ক সম্পাদক যুবনেতা এইচ এম শহিদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন প্রবাসী দিদারুল আলম, প্রবাসী লোকমান জেহাদী, কাজী আইয়ুব, ছাত্রনেতা মুহাম্মদ ইদ্রিস, হাফেজ তারেক, মুহাম্মদ জামাল উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউল মোস্তফা, জমির উদ্দিন, আজিজুল হক, মিজান, কামাল, শাকিল, ইয়াছিন আরাফাত, হাছান মাহমুদ জুয়েল, ইব্রাহিম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে সরকারকে জানাতে চাচ্ছি আমরা শান্তিপ্রিয় মুসলমান সুফিবাদের ইজমের শান্তিপ্রিয় জনগনের আমরা সহায়ক শক্তি। আমরা উশৃংখল চাইনা আমরা মারামারি-কাটাকাটি চাইনা, দেশে সম্প্রীতি বিনষ্ট হোক সেটা চাই না। আমরা সকলে মিলে মিশে এদেশে বসবাস করতে চাই। প্রায় সময় বিভিন্ন কারনে অকারনে বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই তাদেরকে অনুসন্ধান করে বের করে আইনের আওতায় এনে এমন ভাবে শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম করতে দুঃসাহস না করে। আমরা সরকার বাহাদুরকে বলতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই তড়িৎ গতিতে তারা যে আসামীকে গ্রেফতার করেছে সে যদি প্রকৃত আসামি হয়ে থাকে তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করছি। তাকে অবশ্যই শাস্তি পেতেই হবে কোন কারণে সে যেন পার পেয়ে না যায়। আর যদি সরকার সেখানে গড়িমসি করে এবং ঈদে মিলাদুন্নবী (দ.)’র মাসে সরকার ও সরকারের কোনো দায়িত্বশীল যদি তালবাহানা করে সেটা নীরবে মেনে নিবে না এদেশের সুন্নী জনতা । তাঁর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে মাঠে চলে আসবে। সে সময় আমাদেরকে কেউ দমন করতে পারবেনা।

Related Articles

Back to top button
close