রাসুল সা. এর অবমাননায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসেনা
নিজস্ব প্রতিবেদক

আজ (বৃহস্পতিবার) মহানবী হজরত মুহাম্মদ (দ.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল রাসূলুল্লাহ (দ.) এঁর শানে কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাত্রনেতা আব্দুল্লাহ আল জাবের’র সভাপতিত্বে প্রতিবাদী বক্তব্য রাখেন প্রধান অতিথি জনপ্রিয় তরুণ ইসলামী বক্তা মাওলানা হাসান আজহারী, বিশেষ অথিতি ছিলেন মাওলানা মুহাম্মদ এনাম রেজা, সিকান্দার মিয়া, আবু নাসের রুবেল,প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহেদুল আলম শাহেদ, আরো বক্তব্য রাখেন চবি ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক জামিউল হাসান।
বক্তারা তাদের বক্তব্যে রাসুলুল্লাহ সাঃ এর শানে কটুক্তিতে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রস্তাবের দাবী তুলেন।
এতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ দেলোয়ার, মঈন উদ্দিন, আবির, আলী আকবর, মুহাম্মদ রায়হান, রাকিব চৌধুরী, আবু মোকাররমসহ শতাধিক চবি ছাত্রসেনা নেতাকর্মী।