রুখতে বিশ্ব উষ্ণায়ন, করবো মোরা বৃক্ষ রোপণ” -ছাত্রসেনা নাজিরহাট পৌরসভা-৩
সাব্বির হোসাইন সাকিব, ফটিকছড়ি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নাজিরহাট পৌরসভা ৩ ওয়ার্ডের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচী সম্পন্ন
গতকাল (০৬ আগস্ট’২১) জুমাবার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নাজিরহাট পৌরসভা ৩নং ওয়ার্ড এর সাধারণ সভা ও বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু নাইম মুহাম্মদ জিয়াউল হক কাদেরী, বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা বেলাল উদ্দীন কাদেরী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মুহাম্মদ এনামুল ইসলাম এনাম সাহেব, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা জনাব মুহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, কবি ও লেখক মুহাম্মদ সৈয়দুল হক, ছাত্রনেতা জনাব মুহাম্মদ মনজু।
অনুষ্ঠান সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দীন এর সঞ্চালনায় এবং এম এয়াকুব আলী বাদশা সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রসেনা ৩নং ওয়ার্ড এর সকল সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।