শহিদ আব্দুল হালিম-এর ৩৭তম শাহাদাত বার্ষিকীতে চট্টগ্রাম উত্তর জেলার পুষ্পস্তবক অর্পণ

কায়েছ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক

আজ (১০ জুলাই) শনিবার সুন্নী আন্দোলনের প্রথম শাহাদাত বরণকারী বীর শহিদ আব্দুল মোস্তফা হালিমের ৩৭তম শাহাদাত বার্ষিকী এই উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল উত্তর জেলার আওতাধীন প্রতিটি উপজেলায় খতমে কুরআন, শহিদের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা।

এতে উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি কে এম আজাদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রোমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জননেতা অধ্যাপক সৈয়্যদ মুহাম্মদ জামাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবসেনার যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা আমান উল্লাহ আমান।

এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রসেনার যুগ্ম সম্পাদক মনির আহমদ, সহ সাংগঠনিক মনির উদ্দিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জয়নাল আবেদীন জাবেদ, মুহাম্মদ এনামুল হক মুন্না, কাজী মুহাম্মদ কায়েছ উদ্দিন, মুহাম্মদ বোরহান সহ বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
close