শহিদ ফারুকী দিবস উপলক্ষে ছাত্রসেনা সম্মিলিত স্কুল কমিটির স্মরণ সভা ও মিলাদ মাহফিল
চকবাজার প্রতিবেদক

আজ (২০ই আগস্ট) শুক্রবার শহিদ ফারুকী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সম্মিলিত স্কুল কমিটির আয়োজনে “ফ্রি মাস্ক বিতরণ, বৃক্ষ বিতরণ ও জনপ্রিয় টিভি উপস্থাপক আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)’র স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সম্মিলিত স্কুল কমিটির সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে এবং এইচ.এম. সরোওয়ার উদ্দীন সঞ্চালনায় বিকেল ৩ টায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম মহানগর কার্যালয়ে উক্ত স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা চকবাজার থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ মান্নান শাকিল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেবা চট্টগ্রাম মহানগর উত্তর এর সহ সাধারণ সম্পাদক যুবনেতা আব্দুল ওয়াহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ শুলকবহর জামে মসজিদ ইউনিট এর সম্মানিত সদস্য মুহাম্মদ মোরশেদ আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আ.ন.ম কাইসান।
এতে আরো উপস্থিত ছিলেন ছাত্রসেনা সম্মিলিত স্কুল কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে এস. আই. মানিক, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ জিমাম, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ রুহান আলী সহ অনেকেই।
এসময় নেতৃবৃন্দ সরকারের কাছে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর খুনিদের শীঘ্রই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানাই।