শহীদ ফারুকী (র.) হত্যার বিচারের দাবীতে ছাত্রসেনা হবিগঞ্জ জেলার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
হবিগঞ্জ প্রতিনিধি

২০১৪ সালে ছাত্রসেনার পক্ষ থেকে ফারুকী হত্যায় নাম ঠিকানা দিয়ে বিভিন্ন টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানে উগ্রবাদী দর্শন প্রচারকারী ছয় উপস্থাপকের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছিল। তাঁরাই ফারুকীকে হত্যা করিয়েছেন। কিন্তু তাঁদের গ্রেফতার তো দূরের কথা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি পুলিশ।
আজ (২৫ শে আগস্ট) বুধবার বাদে যোহর শায়েস্তা নগর ট্রাপিক চত্বরে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ)’র হত্যার বিচারের দাবীতে ছাত্রসেনা হবিগঞ্জ জেলার মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা এসব কথা বলেন।
বক্তাগণ আরও দাবী করেন, মামলায় বর্ণিত ছয় টিভি উপস্থাপককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে শুধু ফারুকী হত্যা নয় দেশজুড়ে জঙ্গীবাদ বিস্তারের অনেক তথ্যও উঠে আসতে পারে। আল্লামা ফারুকী হত্যার বিচার বিলম্বিত হওয়ায় দেশে জঙ্গীবাদের উত্থান ঘটেছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (র.)’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের দাবীতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি ছাত্রনেতা সৈয়দ মোহাম্মদ আলী বশনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পদক ছাত্রনেতা এম এ কাদির এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সচিব জননেতা আল্লামা শাহ্ জালাল উদ্দীন আখঞ্জী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সচিব জননেতা ছোলাইমান খান রাব্বানী, জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম গোলাপ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা সাইফুল মোস্তফা, মাওলানা খাইরুদ্দীন। প্রধান বক্তা ছিলেন সাবেক কেন্দ্রীয় সাংগঠিনক সম্পাদক কাউছার আহমদ রুবেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা হাবিবুর রহমান, কাজী হাবিবুর রহমান, মাওলানা ফরাশ উদ্দিন, মোঃ জালাল উদ্দিন, আব্দুল আউয়াল সুমন,হাফেজ আবুল কাশেম প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শায়েস্তনগরস্ত দলীয় কার্যালয়ের সামন থেকে শহরের ট্রাপিক পয়েন্ট পর্যন্ত যায়।