শহীদ ফারুকী হত্যার দ্রুত বিচার চেয়ে সারাদেশে ৩ দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় ইসলামিক বক্তা ও টিভি উপস্থাপক শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)’র হত্যার বিচারিক কার্যক্রম বিলম্বিত হওয়ার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।

আজ (২১শে আগস্ট) শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দীন এর স্বাক্ষরিত এক নোটিশে আগামী ২৫ আগস্ট থেকে সারাদেশে ৩ দিনব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ প্রতিবারের মতো এবছরও ঘোষণা করেছে বিশেষ কার্যক্রম। যা ২৫ আগস্ট থেকে শুরু হয়ে তিনদিনব্যাপী চলমান থাকবে।

কর্মসূচিসমূহ নিম্নরূপ –

প্রথম দিবস:-  (২৫শে আগস্ট) দেশের প্রতিটি থানা, উপজেলা ও সমমান পর্যায়ের শাখার ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

দ্বিতীয় দিবস:- (২৬শে আগস্ট) দেশের প্রতিটি জেলা ও সমপর্যায়ের শাখাসমূহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে। একইদিনে থানা, উপজেলা ও সমমান পর্যায়ের শাখাসমূহ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

তৃতীয় দিবস:- (২৭শে আগস্ট) জেলা ও সমপর্যায়ের শাখাসমূহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

উপরোক্ত কর্মসূচিসমূহ যথাযথ পালনকল্পে দেশের প্রতিটি থানা, উপজেলা, জেলা, মহানগরসহ সকল প্রকার শাখাকে নির্দেশনাসহ জরুরিভাবে আহ্বান করা হয়েছে।

Related Articles

Back to top button
close